ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে যে, তারা একযোগে লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ার এবং জাফায় অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনি ড্রোন বাহিনী জাফায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করেছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী এ বিবৃতিতে আরও বলেছে, ইহুদিবাদী সরকারের অব্যাহত আগ্রাসন এবং ইয়েমেনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধের জবাবে, আমরা লোহিত সাগরে শত্রুর আক্রমণকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছি।
এতে বলা হয়েছে, ইয়েমেনি নৌবাহিনী এবং ড্রোন বাহিনী যৌথভাবে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে দুটি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছে।
এ ছাড়া, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে যে, তাদের দেশের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে শত্রুরা যে আক্রমণ চালিয়েছে, তা অর্জনে ব্যর্থ হয়েছে।
এ ঘটনার পর, ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষা সক্ষমতার ওপর জোর দিয়ে বলেছে যে, তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে , গাজায় ইসরায়েলের স্থল ও আকাশ আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের আক্রমণ বন্ধ করবে না।
সূত্র: ইরনা

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন