মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচিতে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, এখন তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কর্মসূচি চালু করার পরিকল্পনা চলছে। মঙ্গলবার (২৪ জুন) এমনটাই জানালেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মুহাম্মদ ইসলামি।
ইরান দাবি করেছিল, ইসরায়েল বা আমেরিকার হামলায় তাদের পরমাণু কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তেজস্ক্রিয় বিকিরণও হচ্ছে না। এবার তারা তাদের পরমাণু কর্মসূচি আবার চালু করারই ইঙ্গিত দিয়ে রাখল তেহরান, যা নিয়ে এই সংঘাতের সূত্রপাত।
তারা এ-ও স্পষ্ট করল যে, এই কর্মসূচিতে কোনো বাধা এলে তা প্রতিহতও করা হবে। অন্যদিকে, ইরানকে সহযোগিতা করার আর্জি জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামির বিবৃতি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ। ইসলামির কথায়, ‘আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছি। যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’
সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘চালু করার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। আমাদের পরিকল্পনা হলো, এই উৎপাদন বা পরিষেবায় কোনো বাধা এলে তা প্রতিহত করা।’
তার কথায় স্পষ্ট যে, ইসরায়েল বা আমেরিকার হামলায় তাদের পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে এবং চাপ যতই আসুক না কেন- পরমাণু কর্মসূচি বন্ধ করছে না ইরান।


-20250624112314.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন