ইউক্রেন সংকট মোকাবিলায় মস্কোর পদক্ষেপের প্রতি ‘নিঃশর্ত সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
শনিবার (১২ জুলাই) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) এবং রাশিয়ার মধ্যে রাষ্ট্রীয় চুক্তির চেতনায় কিম জং উন আবারও জানান, ইউক্রেন সংকটের মূলগত সমাধানে রুশ নেতৃত্বের গৃহীত সব পদক্ষেপকে উত্তর কোরিয়া নিঃশর্তভাবে সমর্থন করবে।
রাশিয়া ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া চীনের পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গেও কৌশলগত মিত্রতা জোরদারে আগ্রহ দেখাচ্ছে।
এর আগে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র সেন পারনেল বলেন, শান্তি নিশ্চিত করা পর্যন্ত এবং সেনা হত্যা ঠেকাতে ইউক্রেন যেন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে এজন্য ওয়াশিংটন তাদের আরও অধিক ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ সরবরাহ করবে।
তিনি বলেন, ট্রাম্প ‘আমাদের আমেরিকা ফাস্ট ডিফেন্স প্রায়োরিটির’ ভিত্তিতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করবে।
আপনার মতামত লিখুন :