ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তর ২৪ পরগনার স্বরূপনগর উপজেলার হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার সময় চার বাংলাদেশি ও একজন ভারতীয় দালালকে আটক করেছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত টহলের সময় বিএসএফ সদস্যদের নজরে আসে একটি সন্দেহজনক গাড়ি থেকে তাদের আটক করা হয়।
বিএসএফ সূত্রে জানা যায়, আটক বাংলাদেশিদের মধ্যে আছেন একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তান।
তারা আরও জানান, টাকার বিনিময়ে ভারতীয় দালালের সহযোগিতায় হাকিমপুর চেকপোস্টের মাধ্যমে চোরাপথে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল তাদের। ভারতের ভেতর থেকে বরিশালের নিজ বাড়িতে ফিরছিলেন বলে দাবি করেন তারা।
গত এক মাসে এই একই সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশির অনুপ্রবেশ ও অবৈধ যাতায়াতের চেষ্টা বেড়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। বিএসএফ দাবি করেছে, তাদের তৎপরতায় প্রায় ১৬ হাজারের বেশি বাংলাদেশিকে সীমান্তে আটক করে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে আজ হাকিমপুর চেকপোস্টের কাছে বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক বাংলাদেশিকে জড়ো হতে দেখা গেছে। তাদের কারো কাছেই ভারত ভ্রমণের বৈধ কাগজপত্র নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন