বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২৯ পিএম

শতাধিক ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েলি বাহিনী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২৯ পিএম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বৃহৎ পরিসরের অভিযান চালিয়ে প্রায় এক শত ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিকে অন্যতম ব্যাপক গ্রেপ্তার অভিযান হিসেবে বর্ণনা করা হচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর থেকে নাবলুস, সালফিট, জেরিকো, জেনিন, তুলকারেম, কালকিলিয়া এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ইসরায়েলি সেনারা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আনাদোলু জানায়, শুধু নাবলুস থেকেই অন্তত ৫০ জনকে আটক করা হয়। সালফিটে ১৫ জন, জেরিকোতে ১৩ জন এবং পূর্ব জেরুজালেমে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাঠ পর্যায়ে জিজ্ঞাসাবাদ শেষে কয়েকজনকে পরে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনে আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ফিলিস্তিনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী (২০০৬–২০০৭) নাসের আল-দিন আল-শায়ের। তাকে কয়েক ঘণ্টা ধরে আটক রাখার পর মুক্তি দেওয়া হয়।

গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের দমন-পীড়ন ও অভিযান ক্রমেই তীব্র হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ১ হাজার ৯২ ফিলিস্তিনি নিহত এবং ১১ হাজারের বেশি আহত হয়েছে। একই সময়ে ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

দখল ও বসতি স্থাপন কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র সমালোচনা জোরদার হয়েছে। গত বছরের জুলাইয়ে প্রকাশিত এক ঐতিহাসিক পরামর্শমূলক মতামতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলকে ‘অবৈধ’ ঘোষণা করে। আদালত অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব ইসরায়েলি বসতি খালি করার আহ্বান জানায়।

Link copied!