ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফিলিস্তিনের রামাল্লায় জলপাই গাছ উপড়ে ফেলছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০১:১৭ পিএম
ইসরায়েলি হামলা থেকে জলপাই গাছকে রক্ষার চেষ্টা এক ফিলিস্তিনি মায়ের। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। রামাল্লার কাছে আল-মুগাইয়ির গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি সেনারা অন্তত ৩০টিরও বেশি বাড়িতে অভিযান চালিয়ে বাসিন্দাদের সম্পদ ও গাড়ি ভাঙচুর করেছে। ঘটনার পর থেকে গ্রামটি লকডাউনে রাখা হয়েছে।

স্থানীয় পরিষদ প্রধান জানান, প্রায় ৪ হাজার মানুষের গ্রামটিতে ০.২৭ বর্গকিলোমিটার এলাকা থেকে গাছগুলো ধ্বংস করা হয়। ইসরায়েলি সেনাদের দাবি, এসব গাছ পাশের বসতি এলাকায় যাতায়াতকারী প্রধান সড়কের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করছিল।

ফিলিস্তিনিদের কাছে জলপাই গাছ শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি তাদের সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। দশকের পর দশক ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জলপাই গাছ উপড়ে ফেলছে ইসরায়েলি সেনারা। গাছ ধ্বংসের এই প্রক্রিয়া ইসরায়েলের দীর্ঘমেয়াদি ভূমি দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের অংশ বলে অভিযোগ রয়েছে।