ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কাতারে ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা ইরানের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:২৯ পিএম
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ছবি- সংগৃহীত

হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় ‘ইসরায়েল’-এর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এই ঘটনাকে আন্তর্জাতিক আইন এবং কাতারের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে দেশটি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, এই ‘অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক’ ঘটনাটি সব ধরনের আন্তর্জাতিক নিয়মকানুনের গুরুতর লঙ্ঘন। 

তিনি আরও বলেন, এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে লঙ্ঘন করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় এই হামলা চালায় ‘ইসরায়েল’। ‘ইসরায়েলি’ সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায় যে তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

হামাসের একটি সূত্র আল জাজিরাকে জানায়, এই হামলা চালানো হয়েছে হামাসের আলোচক দলকে লক্ষ্য করে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, তার দেশ এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে।

তিনি জানান, হামলাটি একটি আবাসিক ভবনে চালানো হয়েছিল, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকতেন।

আল-আনসারি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন এবং কাতারের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। 

বিবৃতিতে আরও বলা হয়, কাতার ‘ইসরায়েল’-এর এই ধরনের কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি তাদের অবহেলা সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ বরদাশত করা হবে না।