ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

আমরা প্রস্রাব করলে সুনামি তৈরি হবে, বিলওয়ালকে মিঠুন চক্রবর্তী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:৪৭ পিএম
মিঠুন চক্রবর্তী ও বিলওয়াল ভুট্টো। ছবি- সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সরাসরি যুদ্ধের হুমকির জবাবে কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই বাকযুদ্ধ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

সোমবার (১১ আগস্ট) পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেন।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধে তাকে মোকাবিলা করার ক্ষমতা পাকিস্তানিদের রয়েছে। বিলাওয়াল আরও হুঁশিয়ারি দেন, ভারতের সঙ্গে নতুন চুক্তি হলে পাকিস্তান সিন্ধু ও তার পাঁচটি উপ-নদীরই দখল নেবে।

জবাবে ভারতে একটি অনুষ্ঠানে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, ‘ভারতকে দুর্বল ভাবার ভুল করা উচিত নয়’। বিলাওয়ালকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এভাবে কথা বলতে থাকলে যদি আমাদের মাথা গরম হয়ে যায় (খোপড়ি সানাক গায়ি), তবে একের পর এক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ছোড়া হবে।’

মিঠুন আরও একটি বিতর্কিত ও চটুল ভঙ্গিতে মন্তব্য করেন, যা তিনি শুধুমাত্র বিলাওয়ালের উদ্দেশেই বলেছেন বলে দাবি করেন।

শুধু ক্ষেপণাস্ত্রই নয়, চটুল ভঙ্গিতে এই বিজেপি নেতা বলেন, ‘আমরা এমন একখানা বাঁধ বানাব, যেখানে দেশের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধের পানি ছেড়ে দিলে সুনামি তৈরি হবে।’ তবে বিতর্কিত ও চটুল ভঙ্গিতে করা এই মন্তব্যের বিষয়ে মিঠুনের দাবি, তিনি শুধুমাত্র বিলাওয়ালের উদ্দেশেই বলেছেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে মিঠুন চক্রবর্তী বলেন, পাকিস্তান নিজেদের খুব শক্তিশালী ভাবলেও তাদের বোঝা উচিত যে, ভারত এক বিলিয়নেরও বেশি মানুষের দেশ। তার ক্ষমতাও অনেক বেশি। ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে পরিস্থিতি তাদের নাগালের বাইরে চলে যাবে।

গত রোবার আমেরিকা থেকে ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে সিন্ধু নদে ভারতের তৈরির সম্ভাব্য বাঁধে হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর পরই নরেন্দ্র মোদির উদ্দেশে বিলাওয়াল বলেন, যুদ্ধে মোদিকে মোকাবেলা করার ক্ষমতা পাকিস্তানিদের রয়েছে। ভারতের সঙ্গে আর এক দফা চুক্তি হলে পাকিস্তান সিন্ধু এবং তার পাঁচটি উপ-নদীরই দখল নেবে বলেও হুঁশিয়ারি দেন।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের এ ধরনের হুমকি ও পাল্টা হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সিন্ধু পানি চুক্তিকে কেন্দ্র করে এই সাম্প্রতিক বাকযুদ্ধ ভারত-পাকিস্তান সম্পর্ককে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।