ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন, ভারত থেকে ওষুধ ও কৃষিপণ্য কেনার ঘোষণা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৪:১৩ পিএম
পুতিন ও মোদি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারত কখনোই বাইরের চাপ মেনে নেবে না কিংবা কারও সামনে অপমান সহ্য করবে না। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিমান নেতা আখ্যা দিয়ে রাশিয়া-ভারতের সম্পর্ককে ‘বিশেষ’ বলে উল্লেখ করেছেন।

পুতিন বলেছেন, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত। যদি ভারত এ সরবরাহ প্রত্যাখ্যান করে, ক্ষতি হবে প্রায় ৯-১০ বিলিয়ন ডলার।

পুতিনের মন্তব্য আসে দুই সপ্তাহ পর, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদে ভারত ও চীনকে ইউক্রেন যুদ্ধে অর্থদাতা আখ্যা দেন। রাশিয়ান তেল কেনার কারণে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র আগস্টে ভারতের রপ্তানিপণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, ফলে দেশটির ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

পুতিন সতর্ক করেন, এই ধরনের উচ্চ শুল্ক বিশ্ববাজারে দাম বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন উচ্চ সুদের হার ধরে রাখতে বাধ্য করবে।

এদিকে রাশিয়া থেকে তেল কেনায় বাণিজ্য ঘাটতিতে আছে নয়াদিল্লি। এ সমস্যা সমাধানে ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ কেনার ঘোষণা দিয়ে ভ্লাদিমির পুতিন। বলেছেন, ‘ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অসমতা কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে। এর ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি কমবে।’