ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

‘ইসরায়েলে’ সরকারবিরোধী বিক্ষোভ, গাজা ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৪:০৬ এএম
‘ইসরায়েল’র প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে শনিবার রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। ছবি- সংগৃহীত

‘ইসরায়েল’র প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে এবং গাজায় আটক ৫০ জন বন্দিকে ফেরানোর দাবিতে হাজারও মানুষ রাস্তায় নেমেছেন। শনিবার তেল আবিবে অনুষ্ঠিত এই বিক্ষোভে বিপুল জনসমাগম ঘটে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ার’-এ গাজা থেকে মুক্তি পাওয়া সাবেক বন্দি এবং এখনো হামাসের হাতে আটক ব্যক্তিদের পরিবার প্রায় ৬০ হাজার সমর্থকের উদ্দেশে বক্তব্য দেন। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও আহ্বান জানান।

সাবেক বন্দি এলিয়া কোহেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আমাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ, কিন্তু দয়া করে এমন একটি চুক্তি করুন যাতে সবাই দ্রুত ঘরে ফিরতে পারে।’

তেল আবিবে ‘ইসরায়েলি’ সেনা সদরদপ্তরের সামনে বিক্ষোভকারীরা গাজা সিটি দখলের পরিকল্পনায় অংশ না নেওয়ার জন্য সৈন্যদের প্রতি আহ্বান জানান। তাদের আশঙ্কা, এ ধরনের অভিযান উত্তর গাজা এবং দুর্ভিক্ষকবলিত অন্যান্য এলাকায় অবশিষ্ট বন্দিদের আরও ঝুঁকির মুখে ফেলবে।

‘ইসরায়েলি’ গণমাধ্যমের বরাতে জানা গেছে, তেল আবিবে বিক্ষোভ চলাকালে পুলিশ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এরই মধ্যে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার পর অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।