ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বক্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। পাকিস্তানের সেনাবাহিনীও সতর্ক করে জানিয়েছে, নতুন করে সংঘাত বাঁধলে ফল হবে ‘বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ’।
রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ্য করে বলেন, পরেরবার ভারত আর সংযম দেখাবে না, পাকিস্তান যদি ‘সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ চালিয়ে যায়, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো ‘অ্যাডভেঞ্চার’ করে, তবে ‘ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে’ এমন কঠোর জবাব দেবে ভারত। মূলত ‘সির ক্রিক’ হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে ৯৬ কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল।
আর এরপরই তীব্র প্রতিক্রিয়া জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। রোববার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘এইবার ভারতকে তাদেরই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেওয়া হবে, ইনশাআল্লাহ।’
আসিফ আরও বলেন, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন। তিনি লেখেন, ‘এমন ৬–০ পরাজয়ের পর যদি তারা আবারও চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে।’
সম্প্রতি ভারতের বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেন, মে মাসে দুই দেশের সংঘর্ষে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে ‘ভুক্তভোগী’ হিসেবে তুলে ধরছে, অথচ বাস্তবে দক্ষিণ এশিয়ায় সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর মূল উৎস তারাই।