সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৩:১৩ পিএম

ট্রাম্পের ‘মাদক সম্রাট ’ মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৩:১৩ পিএম

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি: সংগৃহীত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার বামপন্থি নেতা ও প্রেসিডেন্ট গোস্তাভো পেত্রো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পেত্রো জানান, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা ব্যক্তিগত, এ সমস্যার সাথে যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক নেই। পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি ও দেশটির জনগণকে সম্মান করেন বলে জানিয়েছেন পেত্রো।

রোববার (১৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প পেত্রোকে `মাদক সম্রাট' বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র আর দক্ষিণ আমেরিকার এই দেশটিকে কোনও ধরনের আর্থিক সহায়তা বা ভর্তুকি দেবে না।

ট্রাম্প বলেন, পেত্রো একজন অবৈধ মাদক নেতা, যিনি মাদকের ব্যাপক উৎপাদনকে উৎসাহ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়াকে দেওয়া পেমেন্ট ও ভর্তুকি আসলে এক প্রকার প্রতারণা।

ট্রাম্পের অভিযোগের জবাবে পেত্রো বলেন, তিনি ব্যবসায়ী বা মাদক কারবারির কোনটিই নন। তার মনে কোন ধরণের লোভ লালসা নেই দাবি করে তিনি বলেন, মাফিয়া হল সেই ব্যক্তি যার মধ্যে লোভ লালসা আছে। যা হল পুঁজিবাদের অন্যতম বৈশিষ্ট ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প ঠিক কোন সহায়তার কথা বলেছেন, তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরে কলম্বিয়া পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সহায়তাপ্রাপ্ত দেশ ছিল। তবে এ বছর হঠাৎই সহায়তা প্রবাহ কমে যায়, যুক্তরাষ্ট্রের মানবিক সংস্থা ইউএসএইড বন্ধ হয়ে যাওয়ার পর থেকে।

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে ওয়াশিংটন ও বোগোটার সম্পর্কে টানাপোড়েন চলছে। গত মাসে যুক্তরাষ্ট্র পেত্রোর ভিসা বাতিল করে। কারণ তিনি নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়ে মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানিয়েছিলেন।

গত বছর পেত্রো প্রতিশ্রুতি দিয়েছিলেন কলম্বিয়ার কোকা চাষ অঞ্চলগুলোতে সামাজিক ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মাদক উৎপাদন নিয়ন্ত্রণ করবেন। তবে তার উদ্যোগ এখনও তেমন ফল দেয়নি।

চলতি বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান, বলিভিয়া, বার্মা, কলম্বিয়া ও ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশকে মাদকবিরোধী আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ দেশ হিসেবে চিহ্নিত করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!