রূপালী বাংলাদেশে ১২ অক্টোবর ‘অবাধে লুট হচ্ছে বনের গাছ-বাঁশ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী। প্রতিবাদপত্রে তিনি বলেন, প্রকাশিত সংবাদের তথ্য বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে অসংগতিপূর্ণ। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, চন্দনাইশ উপজেলার বন বিভাগের আওতাধীন কোনো বনাঞ্চলে গাছ বা বাঁশ অবৈধভাবে কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। বন বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও বনপ্রহরীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে এবং অবৈধ কার্যকলাপের বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে, তাই বনজসম্পদ লুট হওয়ার কোনো সুযোগ নেই।
আরও বলা হয়, সংবাদে যেভাবে ‘বিট কর্মকর্তার নীরব ভূমিকা’ বা ‘তদারকির অভাব’ বলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরগুনি বিট এলাকায় বিগত পাঁচ মাসে সাতটি বন অপরাধ উদঘাটন করে সংশ্লিষ্ট বন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বন সংরক্ষণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করছেন। চন্দনাইশ উপজেলায় সরকারি বনাঞ্চলে দায়িত্ব পালন করতে গিয়ে আমিসহ বন বিভাগের আটজন কর্মকর্তা-কর্মচারী মারাত্মকভাবে আহত হই, এতেও আমরা সরকারি দায়িত্ব পালনে পিছপা হইনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন