ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সার না পেয়ে উত্তেজিত কৃষক ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের দাঁত ভেঙে দিয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলার রাণীশংকৈল লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গি বাজারে এ ঘটনা ঘটে।
বর্তমানে আলু, গম, ভুট্টা ও সরিষার আবাদের মৌসুম চলছে। মৌসুমের শুরুতে এখানে রাসায়নিক সারের সংকট তীব্র হয়ে উঠেছে। তাই মঙ্গলবার রাসায়নিক সার নেওয়ার জন্য স্থানীয় কৃষকরা উমরাডাঙ্গি বাজারের সার ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে ভিড় করছিল। ওই ডিলার ভিড় কমাতে কয়েকজন কৃষককে মিলিয়ে একটি স্লিপে সার দিচ্ছিলেন। এ কারণে অনেকের সন্দেহ জাগে ডিলার হয়তো কোনো কিছুর বিনিময়ে ২-১ জনকে অতিরিক্ত সার দিচ্ছেন। এজন্য অনেকে ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তাকে দায়ী করে তার ওপর ক্ষিপ্ত হয়। আর এ কারণে কয়েকজন উত্তেজিত কৃষক লেহেম্বা ইউনিয়নের ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারপিট করে। এতে ওই কর্মকর্তার একটি দাঁত ভেঙে যায়। গুরুতর অবস্থায় তাকে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হক বলেন, আমি ব্যস্ত থাকায় পাঁচজন কৃষকের সার এক ম্যামোতে দিয়েছিলাম। এখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তারের কোনো ভুল নেই। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আহত ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তার চিকিৎসার জন্য বর্তমানে ব্যস্ত আছি। তবে সে সুস্থ হয়ে উঠেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ রিপোর্ট লেখা অবধি থানায় মামলা হয়নি। রাণীশংকৈল থানার ওসি জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন