ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বন্ধু ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১১:৩৮ পিএম

ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ১ আগস্টের মধ্যে কোনো চুক্তি না হলে ভারতের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে।

মঙ্গলবার ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘ভারত আমাদের ভালো বন্ধু, তবে ওরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশগুলোর একটি। এটা আর চলবে না।’ তিনি আরও জানান, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনো সম্পন্ন হয়নি, আর এ অবস্থায় দেশটি আরও বেশি শুল্কের মুখোমুখি হতে পারে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে ভারত তার রপ্তানি পণ্যের ওপর ২০-২৫ শতাংশ পর্যন্ত শুল্ক মেনে নিতে প্রস্তুত।

তবে চুক্তি ছাড়া নতুন কোনো ছাড় ভারত আপাতত দিতে চাইছে না। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল আগস্টে দিল্লি সফরে আসবে এবং তখন বৃহত্তর বাণিজ্য আলোচনা শুরু হবে। আশা করা হচ্ছে, অক্টোবরের মধ্যে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে পারে।

একজন ভারতীয় কর্মকর্তা বলেন, ‘আলোচনার অগ্রগতি ভালোই হচ্ছে। তবে যদি যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে শুল্ক আরোপ করে, সেটিকে আমরা অস্থায়ী পদক্ষেপ হিসেবেই ধরছি, কারণ এর আগে পাঁচ দফা আলোচনা হয়েছে।’ তবে এসব আলোচনার মাঝেই ট্রাম্প আবারও দাবি করেছেন, তিনি আগেই ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষে যুদ্ধবিরতি করাতে মধ্যস্থতা করেছিলেন। ‘আমি মোদিকে বলেছিলাম এবং সেটা কাজ করেছিল।’ বলেন ট্রাম্প।

যদিও ভারত সরকার আগে থেকেই ট্রাম্পের এই দাবি অস্বীকার করে আসছে। প্রতিবেদন বলছে, আমেরিকা ও ভারতের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এর আগে ভারতের সঙ্গে একটি কার্যকর বাণিজ্য চুক্তি অর্জনের জন্য আরও আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এ সময় তিনি জানান, ভারতীয় বাজারের কিছু অংশ উন্মুক্ত করতে আগ্রহ দেখিয়েছে দিল্লি।

এ বিষয়ে আমেরিকাও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত বলে জানান জেমিসন। তবে আগামী ১ আগস্টের মধ্যে শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তির আশা করছে ভারত। এর আগে, গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন তা আপাতত ১০ শতাংশে সীমিত রেখে আলোচনার জন্য সময় দেওয়া হয়। কিন্তু সময়সীমা একাধিকবার বাড়ানো হলেও ট্রাম্প এখন পর্যন্ত খুব কম দেশ থেকেই চুক্তি আদায় করতে পেরেছেন।