ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মো. আতাউর রহমান ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১২:০১ এএম

মো. আতাউর রহমান, এনডিসি, স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি ব্যাংক এশিয়া পিএলসিতে যোগ দিয়েছেন।
রহমান পাবলিক সার্ভিসে অনন্য এক ক্যারিয়ারের অধিকারী। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ২০১৪ সালে সরকারের একজন সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তার সফল কর্মজীবনে তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।