ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু মহাজোট নেতাদের শুভেচ্ছা বিনিময়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১১:৩২ পিএম

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু মহাজোটের নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে আসছেন। এ ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে।’

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। মহাজোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য সুজন দে, যুগ্ম মহাসচিব সুকুমার পাল, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কু-ু তপু প্রমুখ।