চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতভাগ আবাসন সুবিধা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ভবনটিতে তালা দেন তারা। এর আগে বেলা ১টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘হয় আবাসন ভাতা দে, নইলে গদি ছাইড়া দে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘১০০ টাকার প্রহসন, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
স্পোর্টস সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী মো. মাহফুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আয়তন অনেক বড় হলেও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হল নেই। প্রশাসন চাইলে সরকারের বাজেট এনে বহুতল হল নির্মাণ করতে পারে। কিন্তু সেই সদিচ্ছা নেই। দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাজেট ও আবাসনের দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে পিছিয়ে।’
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো:
১. শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা এবং তাৎক্ষণিকভাবে সিন্ডিকেট সভা ডেকে আধুনিক বহুতল হল নির্মাণের রূপরেখা প্রকাশ।
২. আবাসন ভাতা নিশ্চিতকরণÑ শতভাগ আবাসন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত ভাতা প্রদান।
৩. হলে অবৈধভাবে অবস্থানকারীদের তালিকা শনাক্ত করে তাদের সিট বাতিল ও হল থেকে বের করে দেওয়া।
৪. হলের আবেদনে ১০০ টাকা নেওয়ার প্রথা বন্ধ এবং পূর্বে নেওয়া টাকা ফেরত দেওয়া।
৫. মেয়েদের হলে ডাবলিং প্রথা বন্ধ করে ‘ডেকার বেড’ প্রথা চালু করা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন