রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার ক্রীড়া সাংবাদিক জহির উদ্দিন ভূঁইয়ার (৫৩) মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে সবুজবাগ থানাধীন বাসাবো ১৭ নম্বর গলিতে নিজেদের বাড়িতে থাকতেন তিনি। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন জহির উদ্দিন।
নিহতের ছেলে জানান, তার বাবা জহির উদ্দিন ভূঁইয়া বিকেলে মোটরসাইকেল চালিয়ে অফিস থেকে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন