কয়েক মাসের বিরতিতে আবারও নাজমুল রনির নির্দেশনায় তানিয়া বৃষ্টি আরও একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘পার্সেল’। নাটকটি রচনা করেছেন অনামিকা ম-ল।
নাটকটিতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। তানিয়া বৃষ্টি বলেন, ‘পার্সেল নাটকটির গল্পটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। যে কারণে কাজটি করেছি আগ্রহ নিয়ে। একটি পার্সেল’কে কেন্দ্র করেই মূলত নাটকের গল্প এগিয়ে যায়। আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে উঠে। আমি আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য পরিচালকের সঙ্গে আলোচনা করেই পারফেক্ট করার চেষ্টা করেছি। সত্যি বলতে কী এখন এমন একটা সময় যেখানে আমার নিজেকে নিজেরই প্রতিনিয়ত ভাঙতে হচ্ছে। যে কারণে অভিনয়ে চ্যালেঞ্জটা আরও বেশি। আগামীতে আরও ব্যতিক্রম ধরনের গল্পে আমাকে দেখা যাবে।’
নাজমুল রনি জানান, ‘পার্সেল’ নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে। এদিকে এরইমধ্যে তানিয়া বৃষ্টি মহিন খান, অনন্য ইমনের নির্দেশনায় নিলয় আলমগীর ও মোশাররফ করিমের বিপরীতে নাটকে অভিনয় করেছেন। এই নাটকগুলোও একে একে প্রচারে আসবে। গত বছরের শেষপ্রান্তে বৃষ্টি সাগর জাহান পরিচালিত ‘চোখটা আমাকে দাও’ নাটকে দুর্দান্ত অভিনয়ের জন্য একটি সংগঠন থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন।
সম্প্রতি তানিয়া বৃষ্টি অভিনীত যে নাটকটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সে নাটকটি হচ্ছে জাকিউল ইসলাম রিপনের ‘মেথর’। এই নাটকে মেথর পট্টির মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন তিনি। এ ছাড়াও মঞ্জিল হাসানের ‘কন্যা’ নাটকে এবং এস আর মজুমদারের ‘না বলা কঠিন’ নাটকেও তানিয়া বৃষ্টির অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।
আপনার মতামত লিখুন :