ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

এমন চরিত্রে অভিনয় খুব চ্যালেঞ্জিং

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৫৩ এএম

দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। বলা যায়, ক্যারিয়ারে সুসময় পার করছেন তিনি। সর্বশেষ এই অভিনেত্রী মূলত দারুণ আলোচনায় আসেন আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’ দিয়ে। এরপর একাধারে বেশ ব্যস্ত সময় পার করছেন ওটিটিতে। দম ফেলার ফুরসত পাচ্ছেন না তিনি। বছরের শেষ দিকে এসে কাছাকাছি সময়ে দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তানজিকা অভিনীত দুটি ওয়েব ফিল্ম। একটির নাম ‘ডিমলাইট’ অন্যটি ‘অমীমাংসিত’। মুক্তির আগেই দুটো কনটেন্ট নিয়ে রয়েছে দর্শক-সমালোচকদের মধ্যে বাড়তি আগ্রহ।

কাজ দুটি নিয়ে আশাবাদী তানজিকা নিজেও। তিনি জানান, একেবারে ভিন্ন দুটি চরিত্রে দেখা যাবে তাকে। বলছেন, ‘বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া আমার জন্য আনন্দের। প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়।’

‘ডিমলাইট’-এ তানজিকা অভিনয় করেছেন মধ্যবিত্ত পরিবারের এক গৃহিণীর চরিত্রে। মিডলাইফ ক্রাইসিসের গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে তার চরিত্রের নাম তানিয়া, আর স্বামীর ভূমিকায় আছেন মোশাররফ করিম। এটি ১১ ডিসেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে।

অন্যদিকে, সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে তানজিকা অভিনয় করেছিলেন দুই বছর আগে। সেন্সর জটিলতায় এতদিন আটকে থাকলেও এই ডিসেম্বরে অবশেষে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে এটি। এখানে তানজিকাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়, আর তার স্বামীর চরিত্রে ইমতিয়াজ বর্ষণ। এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্যই গল্পের কেন্দ্রবিন্দু।

কাজটি প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, ‘সাংবাদিক চরিত্রে অভিনয় করতে একটু বেগ পেতে হয়েছে। কারণ, এমন চরিত্রে অভিনয় খুব চ্যালেঞ্জিং। একে তো সাংবাদিক, তার ওপর চরিত্রটি ইতোমধ্যে প্রতিষ্ঠিত। এই কাজটি নিয়ে সবার এত বেশি প্রত্যাশা, এটা কতটুকু পূরণ করতে পারবে, সেটা নিয়ে কিছুটা ভয় কাজ করছে মনে। তবে আমার আত্মবিশ্বাস আছে। নির্মাতা থেকে শুরু করে কলাকুশলী সবাই নিজেদের সেরাটা দিয়েই কাজটি করেছে। আশা করছি সিরিজটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।’

প্রচলিত আছে ‘অমীমাংসিত’ নির্মিত হয়েছে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকা- ঘটনার ছায়া অবলম্বনে। যদিও নির্মাতা পক্ষ সেটি স্বীকার করছেন না।