ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

দুই চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৩৭ এএম

চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনিপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে অভিযান চালিয়ে মো. মঞ্জু হোসেন (৫২) ও মো. রাতুল (২২) কে গ্রেপ্তার করা হয়। মঞ্জু হোসেন কলোনিপাড়ার মৃত বাবর আলীর ছেলে এবং রাতুল একই এলাকার সেলিম হোসেনের ছেলে। অভিযানে ৫টি রামদা, ১টি চাপাতি, ২টি অ্যান্ড্রয়েড ফোন ও ১টি বাটন ফোন জব্দ করা হয়। ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, যেকোনো অপরাধমূলক কর্মকা-ের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।