ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ভূমি অফিসে চাঁদা দাবি ৩ ভুয়া সাংবাদিক আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:৪১ এএম

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোস্তফা শিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।

সদর মডেল থানার ওসি মো. মাহামুদ উল হাসান বলেন, সদর উপজেলার ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। অথচ কিছু ব্যক্তি এই পেশার আড়ালে চাঁদাবাজি ও প্রতারণার আশ্রয় নিচ্ছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্য লজ্জাজনক ও ক্ষতিকর। 
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, তারা নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসে এসে কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ভুয়া পরিচয়ে সাংবাদিকতা করে যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রশাসন বা অন্য কোনো পরিচয়ে চাঁদাবাজি কিংবা অনৈতিক কাজ করা হবে না।