গোপালগঞ্জে একটি বাসার ভিতর ট্রাঙ্কের ভিতর বস্তাবন্দী অবস্থায় মুহিন মোল্লা (১২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামে আমিন নামের এক ভাড়াটিয়ার ঘরের ট্রাঙ্কের ভেতর বস্তাবন্দি অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
মুহিন সদর উপজেলার চন্দ্রদীঘলীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে এবং পার্শ্ববর্তী রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। ৩ দিন ধরে মুহিন নিখোঁজ ছিল।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। রোববার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন, ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে। আটকদের দেওয়া তথ্যে সোমবার ভোর রাতে মুহিনদের বাড়ির এক ভাড়াটিয়া আমিনের ঘর থেকে বস্তায় বেধে ট্রাঙ্কে আটকে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শাহানারা বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ধারণা, শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ট্রাঙ্কে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন হত্যা করা হয়েছে তা বলতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 
                            -24-20250224102147.webp) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন