গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল মজুমদার খোকন নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তার ছেলে পিয়াস মজুমদারকে হাত–পা বেঁধে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
মঙ্গলবার (১১ মার্চ) সাকাল ৯টা থেকে ১২টার মধ্যে যে কোনো এক সময়ে কোটালীপাড়ার লাকিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পিয়াসের মা চাকরি করেন এবং বাবা গ্রাম্য চিকিতসক হিসেবে কাজ করার কারণে কেউই বাড়িতে ছিলেন না। দুপুর সাড়ে ১২টার দিকে পিয়াসের বাবা বাড়িতে এসে ছেলেকে ডেকে না পেয়ে দরজা খুলে দেখেন বাড়ির সমস্ত মালামাল এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রাখা। পরে ছেলেকে খুঁজে না পেয়ে দেখেন কাথা কম্বল দিয়ে হাত বাঁধা উবুড় করে রাখা রয়েছে তার একমাত্র ছেলেকে। পরে তাকে কোটালীপাড়া হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ এটিকে চুরির ঘটনা উল্লেখ করে বলেন, বাঁধা পেয়ে হয়তো তারা ছেলেটিকে হত্যা করেছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন