বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার শাওইল বাজার এলাকা থেকে বিক্রির সময় ২৫পিস ট্যাপেন্টাডলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির শাওইল বাজার এলাকার রশিদুল ইসলামের ছেলে মাহবুব রহমান (২৩) ও বিষ্ণুপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে রহমত আলী (২২)।
পুলিশ জানায়, গত রোববার বিকেল ৪টার দিকে আদমদীঘির নসরতপুর ইউপির শাওইল বাজারের মাহবুব রহমানের বসতবাড়ীর উঠানে মাদক দ্রব্য বিক্রয় করা হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিক্ততে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাহবুব রহমান ও রহমত আলীকে আটক করে তাদের পরিহিত জিন্স প্যান্টের পকেটের ভিতর থেকে ২৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, গতকাল সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন