কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী মিছিলে হামলায় হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৬৫ জনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও সরকারি গুরুদয়াল কলেজের স্নাতক ছাত্র তরিকুল ইসলাম।
তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গুরুদয়াল কলেজে পড়াশোনা করছেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজ, ঢাকা মহানগর ডিবির সাবেক প্রধান হারুন-অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ১৫০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট শহরের আখড়াবাজার সেতু থেকে শহীদি মসজিদ এলাকা পর্যন্ত আন্দোলন চলাকালে মিছিলে গুলিবর্ষণ করা হয়। এতে বাদীসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন এবং তিনজন প্রাণ হারান।
কিশোরগঞ্জ থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ৩০ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের গুলিতে আহত সাবেক সহ-সভাপতি মতিউর রহমান সদর থানায় প্রথম মামলাটি দায়ের করেন। এতে প্রধান আসামি হিসেবে শেখ হাসিনাকে আসামি করা হয় এবং ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আসামি ২০০ থেকে ৩০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়। মঙ্গলবারের নতুন মামলাসহ এখন পর্যন্ত সদর থানায় ১৫টি মামলা দায়ের হয়েছে। একটি মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেও আসামি করা হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন