বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১১:০৮ এএম

ক্রমেই বাড়ছে পদ্মার ভাঙন, নদীগর্ভে যাচ্ছে ভিটে মাটি

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১১:০৮ এএম

টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও সংলগ্ন পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ছবি- রূপালী বাংলাদেশ

টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও সংলগ্ন পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও সংলগ্ন পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে উজানের ঢল ও তীব্র স্রোতের কারণে হঠাৎ করেই শুরু হয় নদীভাঙন। এতে রাত ১০টা পর্যন্ত নদীগর্ভে তলিয়ে যায় অন্তত দুটি দোকান, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও চারটি প্রতিষ্ঠানের জমি।

স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে আতঙ্ক। হুমকির মুখে থাকা দোকানগুলোর মালিকরা মালামাল সরিয়ে নিচ্ছেন।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে নদীতীরে পূর্বে ফেলা জিও ব্যাগ সরে গেলে মুহূর্তেই ভাঙন শুরু হয়। মাত্র আধা ঘণ্টার মধ্যে নদীতে বিলীন হয়ে যায় একটি পাটের গোডাউন ও একটি দোকান। আরও কয়েকটি দোকান ঝুঁকির মুখে রয়েছে।

ভাঙন ঠেকাতে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকেই জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘পানি বৃদ্ধির কারণে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। রাতেই পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আশিক সারোয়ার বলেন, ‘এর আগেও এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছিল। এবার আপৎকালীনভাবে নতুন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, ‘লৌহজং-টঙ্গীবাড়ী এলাকায় প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধ নির্মাণের ৬০ শতাংশ কাজ  এরই মধ্যে শেষ হয়েছে।’

এদিকে দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, দিঘীরপাড় বাজারে রয়েছে প্রায় এক হাজার ব্যবসা প্রতিষ্ঠান, যা এই ভাঙনের মুখে পড়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

Shera Lather
Link copied!