আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং এ নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘নির্বাচন কমিশন তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করে যাচ্ছে। সরকারের দিক থেকেও প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, তার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের অঙ্গীকার ছিল একটি নির্বাচন দেওয়া, এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কে কী বলল, সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
কর্মশালায় আরও বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা জানান, মাছের প্রজনন পরিবেশ রক্ষায় সংরক্ষিত প্রজনন ক্ষেত্রগুলোতে পর্যটন নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, মৎস্যসম্পদ টেকসই রাখতে হলে প্রজনন এলাকাগুলোতে মানবসৃষ্ট বিঘ্ন কমাতে হবে। প্রয়োজন হলে সেসব এলাকায় ট্যুরিজম নিয়ন্ত্রণে আনা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন