যশোরে নিজ বাড়ির সামনের রাস্তায় দুর্বৃত্তদের হাতে একাধিক মামলার আসামি রেজাউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। রেজাউল ইসলাম ‘সিরিয়াল কিলার’ মোখলেছুর রহমান নান্নুর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।
নিহতের ছেলে মেহেদি হাসান জানান, তার বাবা বাড়ির পাশে মোড়ের একটি চায়ের দোকানে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে দৌলতদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা রেজাউলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করে।
নিহতের স্বজনরা জানান, রেজাউল যুবলীগের নেতা ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি কৃষিকাজ করে জীবনযাপন করছিলেন।
তার ভাগনি জানান, দৌলতদিহি গ্রামের ওহাব, আইয়ুব খান, ফরিদ ও বাবলুর ইন্ধনে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রেজাউল ইসলাম ‘সিরিয়াল কিলার’ মোখলেছুর রহমান নান্নুর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন। নান্নু ২০১৬ সালে ভারতে পালিয়ে যান এবং ২০১৭ সালের আগস্টে ভারতে খুন হন। এরপর রেজাউল প্রকাশ্যে আসেন। তিনি খুন, জখম ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
রেজাউলের মৃত্যুর পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চুড়ামনকাটি সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, ‘একাধিক মামলার আসামি রেজাউলকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।’
পুলিশ সদস্য মনির হোসেন জানান, নিহত রেজাউলের গলায় চারটি এবং বুকে ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে মোট ১৩টি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা রেজাউলকে নৃশংসভাবে হত্যা করেছে বলে মনে হচ্ছে। খুনে জড়িতদের ধরতে অভিযান চলছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন