বরিশাল নগরীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডের ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।
নিহতরা হলেন- কালুশাহ সড়ক নিবাসী মাহবুব হোসেন (৫০) ও সাকুলার রোড নিবাসী ইমরান হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, সিঅ্যান্ডবি সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জনই সড়কের ওপর ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৮টার দিকে মারা যান ইমরান।