ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

১০ রুটে নৌযান চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১০:২৫ এএম
লঞ্চঘাটে নোঙ্গর করা নৌ-যান। ছবি- সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ভোলার ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ভোলা নদীবন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন।

তিনি বলেন, টানা বৃষ্টিপাতের কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। নদীবন্দরে এক নম্বর সংকেত থাকলেও কিছু রুটে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় ওইসব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, ভোলার অভ্যন্তরীণ ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে- দৌলতখান-আলেকজান্ডার-মির্জাকালু রুট, বেতুয়া-ঢাকা রুট, হাতিয়া-মনপুরা রুট, চরফ্যাশন-মনপুরা রুট, চরফ্যাশন রুট, হাতিয়া রুট, মনপুরা রুট, তজুমদ্দিন-ঢাকা রুটসহ অন্যান্য অভ্যন্তরীণ রুট। তবে ভোলা-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের বাসিন্দা মুসলিম মিজি বলেন, বৈরী আবহাওয়া আর প্রচণ্ড বৃষ্টিতে আমাদের রুটের ট্রলারটি চলাচল বন্ধ রয়েছে। ঢালচরের মানুষ এখন প্রয়োজনেও কোথাও যেতে পারছে না। কারো ডাক্তার দেখানো দরকার হলেও যেতে পারছে না। খুব অসহায় অবস্থায় রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকায় টানা বর্ষণ হচ্ছে। বর্ষায় সাধারণত এভাবেই বৃষ্টি হয়। আবহাওয়া পূর্বাভাস পর্যালোচনা করে বলা যায়, আগামী দুই-তিন দিন এভাবে বৃষ্টি অব্যাহত থেকে কিছুটা কমতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতিতে সমুদ্রবন্দরকে তিন নম্বর ও নদীবন্দরকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তবে বরিশাল থেকে ঢাকা বা ভোলা, কোনো রুটেই লঞ্চ চলাচল বন্ধ নেই জানিয়ে বরিশাল নদীবন্দর কর্মকর্তা শেখ সেলিম রেজা বলেন, নদীবন্দরে এক নম্বর সংকেত থাকায় আমাদের রুটের কোথাও নৌযান চলাচল বন্ধ করা হয়নি।