ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

ধুনটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সর্বস্ব লুটের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৬:৩০ পিএম
গৃহবধূ ইতি খাতুন। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে ৫ লাখ টাকা ও স্বর্ণসহ ইতি খাতুন (২৫) নামে এক গৃহবধূর উধাও হওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের পশ্চিমপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে বিপ্লব মিয়া এ অভিযোগে ধুনট থানায় মামলা করেছেন।

জানা যায়, প্রায় ছয় মাস পূর্বে একই উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের আশাদুল ইসলামের মেয়ে ইতি খাতুনের সঙ্গে বিপ্লব মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর ইতি খাতুন পাঁচ মাসের অন্তঃস্বত্তা হন।

বিপ্লব মিয়া জানান, গত ৩১ আগস্ট দুপুরে তার অবর্তমানে ইতি খাতুন পরিবারের অন্য সদস্যদের আড়ালে তার ঘরে রাখা ব্যবসার ৫ লাখ টাকা, হাতের বালা, কানের দুলসহ ১ লাখ ২০ হাজার টাকার এক ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং তার জাতীয় পরিচয়পত্র নিয়ে উধাও হন। 

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে স্ত্রীকে আমার শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। কোথায় সন্ধান না পেয়ে স্ত্রীকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’

নিখোঁজ ইতি খাতুনের বাবার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দীপিকা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, গতকালের তথ্য তার কাছে নেই।