ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমিকার বড় ভাইয়ের হাতে মুক্তার মিয়া (২২) নামে এক যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তার মিয়া চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। হত্যার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে কচুয়া গ্রামের রাব্বান মিয়ার মেয়ে শেউলা আক্তারের সঙ্গে মুক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের মধ্যে প্রকাশিত হলে মুক্তারের পরিবার বিয়ের প্রস্তাব পাঠায়, তবে মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। এর ফলে দুই পরিবারের মধ্যে সংঘর্ষও ঘটে।
ঘটনার দিন মুক্তার মিয়া অটোযোগে চাতলপাড় বাজার থেকে কচুয়া গ্রামের দিকে যাচ্ছিল। পথেই মেয়ের বড় ভাই শাহালমের নেতৃত্বে ১০–১৫ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে। হাত, পা ও পেটে গুরুতর আঘাত পেয়ে মুক্তার মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানিয়েছেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


