মৌসুমের শুরুতেই ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। রোববার (২৫ মে) দুপুরে সদর উপজেলায় জামতলা এলাকার কামরুল হাসান নামের এক ব্যবসায়ীর বাগান থেকে ইংল্যান্ডে পাঠানো হয় ১ মেট্রিক টন খিরসাপাত আম।
মৌসুমের প্রথমে প্রথমবারের মতো ইংল্যান্ডে আম রপ্তানি করতে পেরে খুশি কামরুল হাসান।
তিনি জানান, গাছ থেকে আজকেই আম সংগ্রহ করে প্যাকেটজাত করা হচ্ছে। বিকেলে ঢাকায় পাঠানো হবে আমগুলো। পরে সেখান থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাবে এসব আম।
বিদেশে আম রপ্তানি করতে চাষিদের সব ধরনের দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াসিন আলী।
তিনি জানান, ২৮ মেয়ের পরে সরকারিভাবে শুরু হবে বিদেশে আম রপ্তানির কার্যক্রম। এখন পর্যন্ত কামরুল হাসান নামের একজন চাষি নিজ উদ্যোগে বিদেশে আম রপ্তানি করছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে আম উৎপাদনের লক্ষ্যামাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন। গত বছর জেলার আম বিদেশে রপ্তানি হয়েছিল ১৩৩ মেট্রিক টন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন