চট্টগ্রামের ফটিকছড়িতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার সময় মো. কাউসার (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড হলদিয়া গ্রামে দোকানের পাশে জঙ্গলে এ ঘটনা ঘটে।
আটক মো. কাউসার একই এলাকার মৃত মোখলেছ মিয়ার ছেলে ও ভুক্তভোগী শিশুর প্রতিবেশী।
জানা গেছে, কাউসার সকালে ওই শিশুকে ফুঁসলিয়ে স্থানীয় এক দোকানের পাশে নির্জন জঙ্গলে ডেকে নেয়। এরপর ভুক্তভোগী শিশুকে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার শুরু করে।
শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে গেলে কাউসার তাকে ছেড়ে দেয়। পরে কাউসারকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
দাঁতমারা তদন্ত কেন্দ্রের ওসি সামস্ উদ্দিন বলেন, অভিযুক্ত কাউসারকে আটক করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন