চকরিয়ার কাকারায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজা আলী আহমদের ঘুসিতে চাচা মোহাম্মদ কালু (৮০) মারা গেছেন।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলার কাকারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহ্ ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার নিশ্চিত করেছেন।
ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬৮)-এর বাড়ি ঘেরাও করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
নিহত মোহাম্মদ কালু শাহ্ ওমরাবাদ গ্রামের মকবুল আলীর ছেলে। অভিযুক্ত আলী আহমদ একই গ্রামের সুরত আফজালের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাতিজা আলী আহমদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে একটি বৈঠকে চাচা মোহাম্মদ কালুর সঙ্গে কথা কাটাকাটির সময় আলী আহমদ বৃদ্ধ কালুকে বুকে ঘুসি মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ঘুসিতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


