ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গুঁড়িয়ে দেওয়া হলো বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর বাড়ি

​​​​​​​কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ১০:১১ পিএম
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। ছবি- রূপালী বাংলাদেশ

আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কটোরাইল মৌজায় বুড়িগঙ্গা নদীর তীরের জায়গা দখল করে নির্মাণ হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন (বিআইডব্লিউটিএ)।

এ সময় বিপুর দ্বীতল বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে পরিচালনায় থাকা (বিআইডব্লিউটিএ'র) বন্দর ও পরিবহণ বিভাগের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজ জানান, ‘নদীর জায়গা দখল করে অবৈধভাবে বাড়ি তৈরি করার কারণেই নসরুল হামিদের বাড়িসহ সেমিপাকা ও দ্বীতল আরও ৩টি বাড়ি, দুই শত ফিট প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’