ঝিনাইদহের শৈলকুপার কানাপুকুরিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বন্যা খাতুন (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) সকালে এ ঘটনা ঘটে। বন্যা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে এবং শৈলকূপা উপজেলার পদমদী গ্রামের সোহান ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শৈলকূপা উপজেলার পদমদী গ্রামে স্বামী সোহান ইসলামের বাড়ি থেকে স্বামীর ফুপার মোটরসাইকেলে করে বাবার বাড়িতে যাচ্ছিল বন্যা খাতুন। পথিমধ্যে কানাপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় বন্যা। সেসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পিতা জাহাঙ্গীর আলম বলেন, ‘মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই নানাভাবে অত্যাচার ও নির্যাতন করতো। আমার মনে হয় তারা মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে আমার মেয়েকে মেরে ফেলেছে।’
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে শৈলকূপার পদমদী গ্রামে স্বামীর বাড়ি থেকে স্বামীর ফুপার মোটরসাইকেল যোগে পিতার বাড়ি যাচ্ছিল বন্যা খাতুন। পথিমধ্যে কানাপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় বন্যা। সেসময় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনার পর থেকে মোটরসাইকেল চালক পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, নিহতের বাবার বাড়ির লোকজনের মৃত্যুটা নিয়ে কিছুটা সন্দেহ থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন