ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রত্যক্ষদর্শীদের বয়ানে খুলনার যুবদল নেতা হত্যা

খুলনা ব্যুরো
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৬:২৬ পিএম
খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লা (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ছবি- এআই দিয়ে তৈরি

খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লা (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুরে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয়দের বর্ণানায় এদিন দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাড়ির সামনেই এই হামলার ঘটনা ঘটে। মাহবুব মোল্লা তখন জুমার নামাজে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, মাহবুব মোল্লাকে লক্ষ্য করে প্রথমে গুলি করে করা হয়। গুলি করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগসহ শরীরের বিভিন্ন অংশ কেটে ‘মৃত্যু নিশ্চিত’ করে। এরপর দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহবুব মোল্লা দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত তার গাড়ির সামনে দাঁড়ান। তৎক্ষণাৎ ওই দুর্বৃত্তরা মাহবুবকে খুব কাছে থেকে গুলি করে।

এ সময় মাহবুব মোল্লা গুলিুবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। এরপরই তারা পালিয়ে যান।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, হামলাকারীদের একজন হেলমেট পরা ছিল, তবে অন্য দুজনের মুখ খোলা ছিল। ঘটনাটি এত দ্রুত ঘটে যে প্রতিবেশীরা কিছু বুঝে উঠতে পারেননি।

জানা গেছে, ৫ আগস্টের পর এলাকায় বেপরোয়া হয়ে উঠেন মাহাবুব। মাদক বিক্রি নিয়ে এলাকার আরেকটি গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে আগেও কয়েকবার মাহাবুবের ওপর হামলা হয়।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী  জানান, মাদক বিক্রি নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে মাহাবুবের দ্বন্দ্ব চলছিল। এর জেরে হামলা কি না খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।