ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

স্বর্ণ-টাকা চেয়ে ডাকাতের চিঠি, না দিলে গণধর্ষণের হুমকি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৩:৪৬ পিএম
লাল বাহিনীর পাঠানো চিঠি। ছবি- সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠিয়েছে ‘লাল বাহিনী’। চিঠিতে স্বর্ণালংকার ও টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা ও গৃহবধূকে গণধর্ষণের হুমকি দিয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে আতঙ্কিত পরিবার কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসীর বাবা সিরাজ মিয়া।

এর আগে, বুধবার রাতে উপজেলা চরকাঁকড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডে সিরাজ মিয়ার বাড়িতে ‘লাল বাহিনী’ ডাকাত নামে হাতের লেখা একটি চিঠির খাম পাওয়া যায়।

ডাকাতদের হুমকি দেওয়া ওই চিঠিতে লেখা আছে, তোমার বাড়িতে যথেষ্ট পরিমাণ স্বর্ণালংকার ও টাকা-পয়সা আছে। যদি স্বর্ণালংকার ও টাকা-পয়সা না পাই, তোমার ছেলে ও নাতিকে দুনিয়াছাড়া করব এবং ছেলের বউকে তোমার সামনে গণধর্ষণ করব। ইতি, তোমাদের স্নেহধন্য, লাল শাহ্ ডাকাত (লাল বাহিনীর প্রধান)।

সিরাজ মিয়া জানান, তার এক ছেলে ইতালি প্রবাসী। স্ত্রী, ছেলের স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করেন তারা। মাসখানেক আগে ওই প্রবাসী ছেলে ছুটিতে দেশে ফেরেন। বুধবার রাত ১০টার দিকে বাজার থেকে ফেরার পথে বাড়ির সামনে চিঠিসহ খামটি দেখতে পান তিনি। এরপর পুরো পরিবার আতঙ্কে রাত কাটায়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’