রংপুরের মিঠাপুকুরে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া মাদক মামলার আসামি মো. নুর মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক মো. জামালুর রহমানের নেতৃত্বে মিঠাপুকুরের খোদ কশিনাথপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামির বাড়ি ঘেরাও করে শয়নকক্ষ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরবর্তীতে এসআই জামালুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামি মো. নুর মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলায় মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. আফতাব উদ্দিন।
তিনি বলেন, ‘আসামি একজন চিহ্নিত মাদককারবারি। মামলা চলাকালীন প্রমাণ উপস্থাপন ও সাক্ষ্য বিশ্লেষণ করে আদালত ন্যায়সংগত রায় দিয়েছেন। এতে আমরা সন্তুষ্ট।’
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. আরিফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :