রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনে ভেন্ডিং মেশিনে জাল টাকা ঢুকিয়ে টিকিট কেনার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন মো. শরীফুল ইসলাম (২৮) নামে এক যুবক।
মঙ্গলবার (২৭ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বুধবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোরেল ট্রানজিট (এমআরটি) পুলিশের পরিদর্শক (অ্যাডমিন) সোহেল চৌধুরী।
তিনি জানান, পল্লবী স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে জাল টাকার আরও কয়েকটি নোট উদ্ধার করা হয়।
ঘটনার পর পল্লবী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে জাল নোট চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, মেট্রোরেলের টিকিট ভেন্ডিং মেশিন ছেঁড়া-কাটা কিংবা জাল নোট গ্রহণ করে না। এতে জাল টাকা শনাক্তে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ ব্যবস্থা রয়েছে।
আপনার মতামত লিখুন :