ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আবাসিক হোটেলে মিলল শিশুর মরদেহ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৯:০৩ এএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর দক্ষিণ সায়দাবাদের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ১২ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সায়দাবাদের ‘আনোয়ারা’ নামে হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বশির জানান, হোটেল কর্তৃপক্ষ দুপুর সাড়ে ১২টার দিকে থানায় খবর দিলে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে তালাবদ্ধ কক্ষ খুলে বিছানার ওপর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, শিশুটি দুইদিন আগে আলামিন (৩০) নামে এক যুবকের সঙ্গে হোটেলে ওঠে। আলামিন হোটেলে একদিন থাকার কথা বলে কক্ষ ভাড়া নেন। পরদিনও না আসায় ১৪ জুলাই হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে রুম খুলে শিশুর মৃতদেহ দেখতে পায়।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়া তার পায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা নিপীড়নের শিকার হওয়ার ইঙ্গিত দেয়। বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি সিআইডি ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজও জব্দ করা হয়েছে।

এসআই আরও জানান, হোটেলের রেজিস্টারে ভুয়া নাম ও ঠিকানা দিয়ে কক্ষ ভাড়া নেন আলআমিন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।