ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রের অমর একুশে হলে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি ৬৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল প্রার্থী, যিনি ১৪১ ভোট পেয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্র প্রধান ড. এ এস এম মহিউদ্দিন।
এছাড়াও ভোটের ফলাফল অনুযায়ী, জিএস পদে ফরহাদ ৪৬৬ ভোট, বাকের ১৮৭ ভোট এবং হামিম ১৮০ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির প্যানেলের মহিউদ্দিন ৫২১ ভোট, মায়েদ ১৪১ ভোট ও মুসাদ্দির ১০১ ভোট সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে হল নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন। এই কেন্দ্রে ভোট দিয়েছেন অমর একুশে হল, শহীদুল্লাহ হল ও মুসলিম হক হলের শিক্ষার্থীরা।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছয় বছর পর মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন।
এই নির্বাচনে মোট ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী ভোটার ছিলেন, যাদের মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। ভোটগ্রহণের হার ৮০ শতাংশের বেশি রেকর্ড করা হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন