ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ডাকসু নির্বাচনে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:৫১ পিএম
মনোনয়নপত্র দাখিল করছেন জুলিয়াস সিজার তালুকদার। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই চারুকলা অনুষদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। তদন্তে দেখা গেছে, স্বতন্ত্র প্যানেলের ভিপি (সহসভাপতি) পদপ্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের সম্পৃক্ততা আছে। এর প্রমাণ পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

ঘটনার তদন্তের পর মঙ্গলবার (২৬ আগস্ট) ট্রাইব্যুনাল সুপারিশ করায় তিনি এই নির্বাচনে আর অংশ নিতে পারবেন না।

জানা যায়, ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রথম দিনেই চারুকলা অনুষদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ফেস্টুনের ছবিগুলো বিকৃত করা হয়েছে। হিজাব পরিহিত ছবিকেও বিকৃত করা হয়েছে।

ডাকসুর আচরণবিধি অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার সামগ্রী, যেমন পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতি করা যাবে না।

ঢাবি জনসংযোগ দপ্তরের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার পর অভিযোগ নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ট্রাইব্যুনাল গঠন করেছে। শিক্ষার্থীরা জুলিয়াস সিজারের বিরুদ্ধে অভিযোগ করলে ট্রাইব্যুনাল তা তদন্তে নিয়েছে। তদন্তে দেখা গেছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং শিক্ষার্থী নির্যাতনের অভিযোগও সত্য।

এর ভিত্তিতে ট্রাইব্যুনাল রিটার্নিং কর্মকর্তাদের তার প্রার্থীতা বাতিলের জন্য সুপারিশ করে। যেহেতু প্রশাসনিক সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তারা নিতে পারেন না, তাই তারা বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপন করেছে।

বিচারাধীন থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে জুলিয়াস সিজারের নাম প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল সিন্ডিকেট তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও জিএস প্রার্থী এস এম ফরহাদ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার দায়ী খুঁজে বের করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। এটি ছাত্রলীগের কাজও হতে পারে অথবা অন্য কারও। নির্বাচন কমিশনকে খুঁজে বের করতে হবে কারা এই কাজ করেছে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’