বলিউডের বাদশাহ শাহরুখ খান আর পর্দার ‘পদ্মাবতী’ দীপিকা পাডুকোন এবার সিনেমার রোম্যান্স নয়, আইনি ঝড়ের মুখে। রাজস্থানের ভরতপুরের কীর্তি সিং নামের এক আইনজীবী অভিযোগ করেছেন, ২০২২ সালে যে গাড়ি তিনি কিনেছিলেন, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ-দীপিকা।
অগ্রীম ৫১ হাজার রুপি দিয়ে বাকিটা ঋণ শোধ করে গাড়ি হাতে পান তিনি, কিন্তু অল্পদিনের মধ্যেই শুরু হয় যান্ত্রিক বিপর্যয়। অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার প্রলয় ডেকে আনতে পারত।

অভিযোগ মেটাতে ব্যর্থ হয়ে কীর্তি সিং আদালতের দ্বারস্থ হন। কিন্তু কেন শাহরুখ-দীপিকার নাম মামলায়? কারণ তারা ছিলেন সেই গাড়ি সংস্থার প্রচার মুখ বা প্রতিনিধিত্বকারী, বিজ্ঞাপনে ঝলমল করতেন, আর তার প্রভাবেই এখন মামলা তাদের নামেও এসে পড়ল। একই মামলায় আরও ছয় জনের নাম রয়েছে।
বলিউড মহলে এখন গুঞ্জন, পর্দার রসায়ন নিয়ে কখনো চুম্বন, কখনো ঝড়, এবার বাস্তবের গসিপেও শাহরুখ-দীপিকা জড়ালেন। ভরতপুরের মথুরাগেট থানায় তদন্ত শুরু হলেও এখনো তারা নিজেদের অবস্থান প্রকাশ করেননি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন