ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারের সুসময়ে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন বাংলা সিনেমার এই সফল নায়িকা।
দুই হাজার সালের পর চলচ্চিত্র ছেড়ে সপরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জননন্দিত এই নায়িকা। ব্যক্তিগত কাজ মাঝে মধ্যে দেশে এলেও চলচ্চিত্র অঙ্গনের মানুষদের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেননি তিনি।
কয়েক বছর আগে শাবানা দেশে এসেছিলেন, সেসময়ই জানিয়েছিলেন তার একটা অপূর্ণ ইচ্ছের কথা। যে ইচ্ছে পূরণ না হওয়ায় এখনো আফসোস করেন শাবানা।
এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সুভাষ দত্ত আমাকে খুবই পছন্দ করতেন। বলতেন, তোমার মুখের আদলটা বেগম রোকেয়ার মতো। তার কথা শুনে মনে মনে খুবই খুশি হয়েছিলাম। কারণ এমন একজন নারীর সঙ্গে আমার তুলনা করেছেন বিখ্যাত এই নির্মাতা, এটা দিগুণ আনন্দের বিষয়। সুভাষ দত্ত বলেছিলেন, আমি বেগম রোকেয়াকে নিয়ে একটি সিনেমা বানাবো, সেখানে তুমি অভিনয় করবে। আমারও ইচ্ছে হয়েছিল পর্দায় বেগম রোকেয়া হতে। ৩০ বছর আগে সেই সিনেমার শুটিং শুরুও হয়েছিল। কিন্তু শেষ হয়নি। শুটিং থমকে যায়, আর আমার বেগম রোকেয়া হওয়ার স্বপ্ন থমকে যায়। সেই অপূর্ণ ইচ্ছা আমাকে এখনো ভাবায়, আফসোস তৈরি হয়।’
জানা গেছে, ‘বেগম রোকেয়া’ নামের সিনেমাটির মহরতও হয়েছিল। হয়েছিল এক দিনের শুটিংও। কিন্তু সিনেমাটি আর এগোয়নি।
কেন বন্ধ হয়েছিল তার কারণ না বললেও শাবানার কথায় অনুমান করা যায় যে, একেবারে রাজনৈতিক কারণে বেগম রোকেয়ার জীবনী নির্মাণ বন্ধ হয়ে যায়, আর শাবানাও সেই অপূর্ণ ইচ্ছে নিয়ে এখনো আফসোস করেন।
শাবানা অভিনয় ছেড়ে দিয়েছেন প্রায় ২৫ বছর আগে। অন্যদিকে, সুভাষ দত্ত প্রয়াত হয়েছেন এক যুগ আগে। আর কখনোই ‘বেগম রোকেয়া’ সিনেমাটি আলোর মুখ দেখবে না সেটা স্পষ্ট।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন