রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত পুরনো প্রেক্ষাগৃহ ‘আনন্দ সিনেমা হল’ ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি ছোট গোপন দরজা। দ্বোতলায় ওঠার সিঁড়ির পাশেই অবস্থিত এই দরজাটি সম্প্রতি তরুণ-তরুণীদের নিয়মিত যাতায়াতের কারণে জনসাধারণের নজরে এসেছে এবং তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গোপন এই গেটের ব্যাপারে হল কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু বলতে চাননি। ম্যানেজার ও গেটকিপার এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্ন।
তবে হলের এক কর্মী জানান, কিছু দর্শক নাকি এই গেট দিয়েই সিনেমা দেখতে প্রবেশ করেন। যদিও প্রেক্ষাগৃহটিতে আরও বড় প্রবেশপথ রয়েছে, তবুও কেন এই ছোট ও আলাদা দরজাটি ব্যবহার করা হচ্ছে, সেই প্রশ্নের সদুত্তর মেলেনি।
তথ্য অনুসন্ধানে জানা যায়, আগে এই গোপন দরজার মাধ্যমে পাশের ‘ছন্দা সিনেমা হল’-এ যাওয়া যেত। কিন্তু সেই হলটি বর্তমানে বন্ধ এবং ব্যবহৃত নয়। ফলে দরজাটির ব্যবহারিক প্রাসঙ্গিকতা এখন প্রশ্নবিদ্ধ।
আবার অনেকেই দায়ী করছেন দর্শকশূন্যতা ও হলের প্রতি দর্শকদের অনীহার কথা। তাদের মতে, বিকল্প পন্থায় টাকা উপার্জনের জন্য এ ধরণের সন্দেহজনক কার্যক্রম পরিচালনা করছে হল কর্তৃপক্ষ।
অনেক দিন ধরেই দর্শকশূন্য অবস্থায় রয়েছে আনন্দ হল। যদিও সাম্প্রতিক ঈদ উপলক্ষে শাকিব খানের ‘তাণ্ডব’ মুক্তি পাওয়ায় কিছুটা দর্শক ফিরেছে, তবে তা স্থায়ী হয়নি। এই প্রেক্ষাপটে তরুণ-তরুণীদের ওই গোপন দরজা দিয়ে নিয়মিত যাতায়াত বিশেষ কৌতূহলের জন্ম দিয়েছে।
সিনেমা হলে এমন ‘রহস্যময় প্রবেশপথ’ এবং সংশ্লিষ্টদের নিরবতায় জনমনে সন্দেহ ও উদ্বেগ বাড়ছে। বিষয়টি তদন্তসাপেক্ষ এবং কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন