বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মো. সায়েম ফারুকী

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১২:৫২ পিএম

শাকিব একদম মাটির মানুষ: দর্শনা বণিক

মো. সায়েম ফারুকী

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১২:৫২ পিএম

শাকিব একদম মাটির মানুষ: দর্শনা বণিক

দর্শনা বণিক। ছবি: সংগৃহীত

ওপার বাংলার লাস্যময়ী নায়িকা দর্শনা বণিক। টলিউড ছাড়িয়ে বলিউড, দক্ষিণী এমনকি ভোজপুরী ইন্ডাস্ট্রিতেও কাজ করতে দেখা যায় তাকে। তবে বাংলাদেশি সিনেমায় এবারই তার প্রথম যাত্রা নয়। আগেও এখানে কাজ করেছেন এই অভিনেত্রী। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীতঅন্তরাত্মাসিনেমাটি। এই সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দর্শনা। নতুন সিনেমা সমসাময়িক প্রসঙ্গে ভারতের লখনউ থেকে শুটিংয়ের ফাঁকে দৈনিক রূপালী বাংলাদেশে কথা বলেছেন এই অভিনেত্রী।

অন্তরাত্মা

২০২১ সালে বাংলাদেশের পাবনা জেলায় সিনেমাটির শুটিং হয়। অতিমারির সময়ে যেটুকু সময় পাওয়া গিয়েছিল, তখনই শুটিং হয়েছে। তার পর আবার লকডাউন। অনেকবার সিনেমা মুক্তির পরিকল্পনা করেও নানা কারণে পিছিয়ে যায়। ঈদ উৎসবে প্রথমবার আমার সিনেমা শাকিব ভাইয়ের সঙ্গে মুক্তি পাচ্ছে। এর আগেঅপারেশন সুন্দরবনওমরমুক্তি পেয়েছে। তবে শাকিব ভাইয়ের সঙ্গে প্রথম। যে কারণে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। নানা কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি, অবশেষে আসছে অন্তরাত্মা।

শাকিবের সঙ্গে অভিজ্ঞতা

প্রথমবার শাকিব খানের সঙ্গে সিনেমা মুক্তি পাচ্ছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। দুই বাংলায় তার প্রচুর দর্শক। সারা পৃথিবীর সিনেমাপ্রেমী মানুষেরা তাকে পছন্দ করে। তার সঙ্গে কাজ করাটা আরও মজা। শাকিব খুবই ভালো মনের মানুষ। তিনি অসম্ভব রকম একজন মেধাবী অভিনেতা। প্রচুর কাজের অভিজ্ঞতা। কিন্তু তিনি যে এত বড় মাপের একজন তারকা, সেটা আমাকে বুঝতেই দেননি। শাকিব একদম মাটির মানুষ।

চরিত্র

আমাকে রূপকথা চরিত্রে দেখা যাবে। এটি আদ্যোপান্ত ভালোবাসার গল্প। সিনেমাটিতে সুন্দর তিনটি রোমান্টিক গান রয়েছে। প্রেমের গল্পটি যত্ন নিয়ে বানিয়েছেন নির্মাতা। আমার চরিত্রটিও মিষ্টি। আশা রাখি, সবার সিনেমাটি ভালো লাগবে।

বাস্তব ঘটনা

সিনমোটি বাস্তব ঘটনা কেন্দ্র করে নির্মিত হয়েছে। একজন মানুষের জীবনের গল্প কেন্দ্র করে। এটি সবার জীবনের সঙ্গে মিলে যাবে। প্রায় ঘরে ঘরে এই গল্প।

দর্শনা বনাম ইধিকা

ঈদ আয়োজনে শাকিবের বিপরীতে আমাদের ইধিকা পালের সিনেমা মুক্তি পাচ্ছে। তবে বিষয়টি ইতিবাচক ভাবেই দেখছি। কোনো চ্যালেঞ্জ মনে হচ্ছে না। হচ্ছে অদ্ভুত একটা অনুভূতি। আমি চাই ঈদের সবগুলো সিনেমা দর্শক দেখুক।

কেন দেখবে

সাধারণ একটি ভালোবাসার গল্পেঅন্তরাত্মানির্মিত হয়েছে। সারা পৃথিবীময় ভালোবাসার কোনো ঝুড়ি হয় না। ইতিহাসে যত সিনেমা জনপ্রিয়তা পেয়েছে তার সবগুলো ভালোবাসার সিনেমা। সবচেয়ে বড় বিষয় আমাদের সিনেমাটি পরিবার নিয়ে দেখা যাবে। আট থেকে আশি, সবাই সিনেমাটি দেখতে পারবে। দর্শকরা নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবে।

দুই দেশের পার্থক্য

তেমন পার্থক্য নেই। কখনো এটা হয় না। সবকিছুতে ভিন্নতা থাকে। পার্থক্য থাকে বাজেট গল্প বলায়। আর বাকি সব একই মনে হয়।

দর্শকদের উদ্দেশ্য

সবাইকে ঈদ মোবারক। সবাই হলে গিয়েঅন্তরাত্মাদেখবেন। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে। এটি ছাড়া ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে সবগুলো হলে গিয়ে দেখবেন এবং সমান ভালোবাসা দেবেন।

নিয়মিত

আমি ঢাকার সিনেমায় নিয়মিত কাজ করতে চাই। ঢাকার দর্শকরা পছন্দ করলে আর সবাই চাইলে কাজ করব। প্রায়ই ঢাকার সিনেমার প্রস্তাব আসে। ভালো কাজ হলে আপত্তি নেই।

ব্যস্ততা

ভোজপুরি সিনেমার শুটিং ঘিরে ব্যস্ততা। দেবারতি ভৌমিকের নতুন সিনেমানজরবন্দি শুটিং করছি। এতে আমার সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকারসহ অনেকেই। সাইবার অপরাধের গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে থ্রিলারের মোড়কেই থাকছে একাধিক সম্পর্কের গল্প। সিনেমাটি আগামী মে-জুন মাস নাগাদ মুক্তি পেতে পারে। ছাড়া হিন্দি, বাংলা তেলুগু মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ঈদে মুক্তি পাচ্ছেঅন্তরাত্মা এখন আমার জীবন অন্তরাত্মাময়। মুক্তির অপেক্ষায় আছেদেবী চৌধুরানী’, ‘আড়াই চাল’, ‘মেট্রো ইন্দনএবং ওয়েব সিরিজ বেশ কয়েকটি মিউজিক ভিডিও।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!